top of page
Writer's pictureSadhguru

কালীচরণের আকাশিনী - অবধূত

অবধূত অদ্বৈতানন্দের আর এক নাম সিদ্ধতান্ত্রিক কালীচরণ।  কাশী ধামে তিনি এই নামেই পরিচিত। ১৯৮০ সালে অবধূত আত্মানন্দের সাথে গিয়ে ভবা পাগলার সঙ্গে সাক্ষাতের পরে লেখা এই পদ।


The above image is Devi Akashi a form of Devi Bhavani, she is also a specific form of Mahadevi Kamakshya.

Legendary Sadhak Bhaba Pagla called her Harbola Ma (হরবোলা মা)


কালীচরণের আকাশিনী

কালীচরণ (অবধূত অদ্বৈতানন্দ)


নীল আকাশে যায় মনপাখি উড়ে

ডানা মেলে তার প্রেমের ভুবনে,

হারিয়ে গেছে মন, নিজস্ব রূপকথা জুড়ে,

কালীচরণ বাউল গায় গান, সেই প্রেমের টানে


প্রেমের পথে সবই তুচ্ছ,

প্রেম যে ভক্তিরও পরা। 

মন বেঁধে থাকে ভক্তির জালে,

প্রেম না আসে ত্বরা। 


দেখে চারপাশে কূটকাচালি,

কালীচরণ ভাবে এ যে খড় বিচালি,  

গরুর যাবনায় যাবে কবে?


প্রেমের রঙে রাঙালে জীবন,

এসব চিন্তায় থাকেনা মন,

ভবার ভবানী, আমার আকাশিনী,

শুধু চুরি করে মন,

বাঁধে যে প্রেমের ডোরে


বেঁধেছি হৃদয়ে স্বপ্নের ডালি,

কবে পাবো আমার

আকাশিনীকে খালি, 

এখনো যে এলোনা আমার ঘরে


আকাশিনীর দুবাহু জড়ায়ে গলা, 

তাই যে আমার ভুজঙ্গ মালা, 

সাপ নয় গো, করোনা ও ভুল,

মিথ্যে কথাই লোকে রটায়। 


আমার গলায় বলা,

আকাশিনীর শুধুই রেকর্ড করা

কলি কালের শেষে। 

তাই হলো আকাশিক রেকর্ড,

বাজলো সব গেঁড়ে লোকের কানে। 

সাধন করে পেলো যে যা,

 তাই ভাবলো সত্য লোকে।  


ছড়িয়ে দিয়ে ভবের খেলা,

সাঙ্গ করতে ভন্ডের মেলা

আকাশিনীকে সঙ্গী করে

বেঁধেছি কোমর কষে। 


আকাশিনীর বাহু ভুজঙ্গ সম,

তাই লোকে কয় সাপের মত,  

মিথ্যে কথা রটলো লোকে

সাপ জড়িয়েছে শিবে। 


রটাল যারা ভণ্ড তারা

মরবে এবার একে একে। 




Share this Page

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Thanks for submitting!

bottom of page