top of page

Class IX Bengali WBBSE - Ilius Discussion by Baishali Das

Shree Siksha is a visionary project by Sadhguru Education for Every People. Shree Shiksha, Sadhguru's vision is to illuminate minds through selfless service. In the heart of Shree Siddhashram, Sadhguru's visionary spirit breathes life into 'Shree Shiksha,' a transformative seva program extending educational assistance to the underprivileged.

Shree Siksha | Question Answer and Discussion | January 01, 2025


Part 0ne


Baishali Das, one of our Sadhaks and Volunteers, consistently works on Education, selflessly helping the unprivileged people in society. She is MA in Bengali. Her leadership in the Education Movement surely helps society.


ইলিয়াস

লিও তলস্তয়

অনুবাদ - মণীন্দ্র দত্ত


MCQ Answers and Introductions


লেখক পরিচিতি


লিও টলস্টয়: জীবনী ও সাহিত্যকীর্তি


পরিচিতি:লিও টলস্টয় (Lev Nikolayevich Tolstoy) ছিলেন একজন রুশ সাহিত্যিক, দার্শনিক ও সমাজ সংস্কারক। তিনি বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস "ওয়ার অ্যান্ড পিস" (War and Peace) এবং "আন্না কারেনিনা" (Anna Karenina)-এর জন্য বিখ্যাত।


জন্ম ও শৈশব:লিও টলস্টয়ের জন্ম ৯ সেপ্টেম্বর, ১৮২৮ সালে রাশিয়ার ইয়াসনায়া পলিয়ানা অঞ্চলে এক সম্ভ্রান্ত পরিবারে। ছোটবেলাতেই তিনি বাবা-মাকে হারান এবং আত্মীয়স্বজনের তত্ত্বাবধানে বড় হন।


সাহিত্য জীবন:টলস্টয় তার সাহিত্যকর্মে মানুষের মনস্তত্ত্ব, ইতিহাস ও সমাজের বাস্তবতাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তার দুটি মহাকাব্যিক উপন্যাস –


✔️ "ওয়ার অ্যান্ড পিস" (১৮৬৯): নেপোলিয়নের রাশিয়া আক্রমণের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাস রুশ সমাজ ও ইতিহাসের এক বিস্তৃত চিত্র।

✔️ "আন্না কারেনিনা" (১৮৭৭): এক নারীর ভালোবাসা, সামাজিক বিধিনিষেধ ও আত্ম-সংকটের কাহিনি।


দর্শন ও জীবনধারা:টলস্টয় একসময় আধ্যাত্মিক ও নৈতিক প্রশ্নে গভীরভাবে মনোযোগী হন। তিনি অহিংসা ও সরল জীবনযাপনে বিশ্বাসী হয়ে ওঠেন। মহাত্মা গান্ধী তার আদর্শ থেকে অহিংস আন্দোলনের প্রেরণা পেয়েছিলেন।


মৃত্যু:টলস্টয় ২০ নভেম্বর, ১৯১০ সালে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।


উল্লেখযোগ্য রচনা:


🔹 ওয়ার অ্যান্ড পিস (War and Peace)🔹 আন্না কারেনিনা (Anna Karenina)🔹 দ্য ডেথ অব ইভান ইলিচ (The Death of Ivan Ilyich)🔹 রেজারেকশন (Resurrection)🔹 দ্য ক্রয়টজার সোনাটা (The Kreutzer Sonata)


উপসংহার:লিও টলস্টয় শুধুমাত্র একজন মহান সাহিত্যিকই নন, বরং তিনি বিশ্বব্যাপী মানবতাবাদী আদর্শের প্রচারক ছিলেন। তার রচনাগুলি আজও পাঠকদের মুগ্ধ করে এবং সমাজচিন্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



বহুবিকল্পীয় প্রশ্ন [MCQ] ও উত্তর


বহুবিকল্পনীয় উত্তরটি বেছে নিয়ে লেখো:-

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:-


১) ‘ইলিয়াস’ গল্পটির রচয়িতা হলেন - ক) শেকসপিয়ার খ) ও’ হেনরি গ) বার্নাড শ ঘ) লিও তলস্তয়

উত্তর:- ঘ) লিও তলস্তয়।


২) ‘ইলিয়াস’ গল্পটির তরজমা করেছেন – ক) লিও তলস্তয় খ) মণীন্দ্র দত্ত গ) মানবেন্দ্র বন্দোপাধ্যায় ঘ) সুধীন্দ্রনাথ দত্ত

উত্তর:- খ) মণীন্দ্র দত্ত।


৩) ‘ইলিয়াস’ বসবাস করত – ক) উত্তরপ্রদেশে খ) মধ্যপ্রদেশে গ) উফা প্রদেশে ঘ) ভিয়েনা প্রদেশে

উত্তর:- গ) উফা প্রদেশে।


৪) ‘ইলিয়াস’ ছিল একজন – ক) মোল্লা খ) বাসকির গ) উকিল ঘ) হাকিম 

উত্তর:- খ) বাসকির।


৫) ইলিয়াসের বিয়ের ক-বছর পর তাঁর বাবা মারা যান? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার

উত্তর:- ক) এক


৬) ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময়  ইলিয়াস ছিল – ক) দরিদ্র খ) ধনী গ) খুব ধনী ঘ) না ধনী না দরিদ্র

উত্তর:- ঘ) না ধনী না দরিদ্র।


৭) “এই তার যা কিছু বিষয়-সম্পত্তি”- কার? ক) মহম্মদ শা খ) ইলিয়াস গ) মোল্লাসাহেব ঘ) ইলিয়াসের এক প্রতিবেশী

উত্তর:- খ) ইলিয়াস।


৮) “এই তার যা কিছু বিষয়-সম্পত্তি” – সেগুলি হল – ক) সাতটা ঘোটকী, দুটো গরু, কুড়িটা ভেড়া খ) পাঁচটা ঘোটকী, সাতটা গরু, দশটা ভেড়া গ) আটটা ঘোটকী, পাঁচটা গরু ঘ) একশো ঘোড়া, একশো মোষ

উত্তর:- ক) সাতটা ঘোটকী, দুটো গরু, কুড়িটা ভেড়া।


৯) ইলিয়াসের প্রচুর সম্পত্তি বলতে বোঝানো হয়েছে – ক) দুশো ঘোড়া, দেড়শো মোষ, হাজার ভেড়া খ) দুশো ঘোড়া, দেড়শো গরু-মোষ, বারোশো ভেড়া গ) দুশো ঘোড়া, হাজার গরু ঘ) একশো ঘোড়া, একশো মোষ

উত্তর:- খ) দুশো ঘোড়া, দেড়শো গরু-মোষ, বারোশো ভেড়া।


১০) কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? ক) ৩০ বছর খ) ৩২বছর গ) ৩৪ বছর ঘ) ৩৫ বছর

উত্তর:- ঘ) ৩৫ বছর।


১১) ইলিয়াসের ভাড়াটে মজুরনিরা যে কাজগুলি করত – ক) দুধ দোয়া, মাখন বানানো খ) দুধ দোয়া, কুমিস বানানো গ) দুধ দোয়া, এবং কুমিস, মাখন ও পনির বানানো ঘ) দুধ দোয়া, পনির বানানো

উত্তর:- গ) দুধ দোয়া, এবং কুমিস, মাখন ও পনির বানানো।


১২) “ইলিয়াসের তখন খুব বোলবোলাও” – ‘বোলবোলাও’ শব্দের অর্থ – ক) হাঁকডাক খ) দুর্নাম গ) দুরাবস্থা ঘ) সংকট

উত্তর:- ক) হাঁকডাক।


১৩) ইলিয়াসের সুদিনে তার বাড়িতে বেশি সংখ্যক অতিথি এলে কী মারা হত? ক) ভেড়া খ) গরু গ) মোষ ঘ) ঘোটকী

উত্তর:- ঘ) ঘোটকী।


১৪) ইলিয়াসের সন্তান বলতে ছিল – ক) দুই ছেলে, দুই মেয়ে খ) দুই ছেলে, এক মেয়ে গ) এক ছেলে, এক মেয়ে ঘ) এক ছেলে, দুই মেয়ে

উত্তর:- খ) দুই ছেলে, এক মেয়ে। 


১৫) ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা – ক) তার সঙ্গে কাজ করত খ) আয়েশি ছিল গ) বাবাকে মারধর করত ঘ) তার সঙ্গে থাকত না

উত্তর:- ক) তার সঙ্গে কাজ করত।


১৬) ইলিয়াসের বড়ো ছেলে মারা গিয়েছিল – ক) দুর্ভিক্ষে খ) মড়কে গ) জ্বরে ঘ) মারামারিতে

উত্তর:- ঘ) মারামারিতে। 

 

১৭) ইলিয়াসের বড়ো বউমা ঝগড়াটে ছিল? ক) বড়ো বউমা খ) মেজো বউমা গ) সেজো বউমা ঘ) ছোটো বউমা

উত্তর:- ঘ) ছোটো বউমা।


১৮) ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল – ক) ছোটো ছেলেকে খ) বড়ো ছেলেকে গ) স্ত্রীকে ঘ) মেয়েকে

উত্তর:- ক) ছোটো ছেলেকে।


১৯) ইলিয়াস ছোটো ছেলেকে বিতাড়িত করলেও সঙ্গে দিয়েছিল – ক) একটি বাড়ি, কিছু গরু-ঘোড়া খ) দশটি ঘোটকী গ) কিছু টাকা ঘ) একটি বাড়ি

উত্তর:- ক) একটি বাড়ি, কিছু গরু-ঘোড়া।


২০) ইলিয়াসের  অনেকগুলি ভেড়া মরে গিয়েছিল – ক) মড়কে খ) দুর্ভিক্ষে গ) বন্যায় ঘ) খরাতে

উত্তর:- ক) মড়কে।

 

২১) ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল – ক) হার্মাদরা খ) তাতাররা গ) কিরবিজরা ঘ) পাঠানরা

উত্তর:- গ) কিরবিজরা।

 

২২) ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? ক) ৭০ বছর বয়সে খ) ৭২ বছর বয়সে গ) ৭৪ বছর বয়সে ঘ) ৭৬ বছর বয়সে

উত্তর:- ক) ৭০ বছর বয়সে।


শব্দার্থ ও টীকা:


ঘোটকী: স্ত্রী ঘোড়া

সুব্যবস্থা: ভালো বন্দোবস্ত

মজুরানি: মহিলা শ্রমিক

কুমিস: ঘোটকীর দুগ্ধজাত পানীয়-বিশেষ

বোলবোলাও: প্রভাবপ্রতিপত্তি, খ্যাতি

ঈর্ষা: পরশ্রীকাতরতা, হিংসা

ভাগ্যবান: ভালো কপাল যার, ভালো ভাগ্য যার

দূর-দূরান্তর: বহু দূরবর্তী স্থান

অতিথি: কোনো গৃহস্থের বাড়িতে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত

স্বাগত: শুভ আগমন

আয়েশি: আরামপ্রিয়, বিলাসে অভ্যস্ত

আদেশ: আজ্ঞা, হুকুম

মড়ক: মহামারি, রোগের কারণে ক্রমাগত বহু মানুষ বা প্রাণীর মৃত্যু

দুর্ভিক্ষ: ব্যাপক খাদ্যাভাব, আকাল

বিষয়সম্পত্তি: ধনসম্পত্তি

পরিশ্রম: মেহনত, খাটুনি

ভোজ্য: খাওয়ার যোগ্য, আহার্য

অমান্য: লঙ্ঘন করা, না মানা

কিরবিজ: রাশিয়ার উপজাতিদের একটি। এদের পেশা চুরি, ছিনতাই, দস্যুবৃত্তি ইত্যাদি।

পশমের কোট: মেষ প্রভৃতি পশুর লোম বা উলের তৈরি কোট

ঘোড়ার জিন: ঘোড়ার পিঠে আরোহীর পেতে বসবার চামড়ার আসন

গৃহপালিত: বাড়িতে পোষা বা পোষার যোগ্য

সর্বহারা: সমস্ত হারিয়েছে যে

সম্বল: পাথেয়, পুঁজি

বোঁচকা: কাপড় দিয়ে একত্রে বাঁধা মোটা পোঁটলা

বিতাড়িত: তাড়িয়ে দেওয়া হয়েছে এমন, বহিষ্কৃত

দম্পতি: স্বামী-স্ত্রী

 






Share this Page

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Thanks for submitting!

bottom of page